ইফতার পার্টি ও দোয়া মাহফিল -২০২৪
2024-03-22
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শেখ বোরহানুদ্দীন পোস্ট-গ্রাজুয়েট কলেজ এক অনাড়ম্বর ইফতার পার্টি ও দোয়া মাহফিল -২০২৪ এর আয়োজন করেছে ! এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ( অব:) মোঃআবদুল হক , বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর ড.জাকির হোসেন ভূঁইয়া , মাউশি প্রতিনিধি মোঃ শহীদুল্লাহ , অভিভাবক প্রতিনিধিবৃন্দ, অধ্যক্ষ , উপাধ্যক্ষ , শিক্ষক প্রতিনিধিবৃন্দ , সম্মানিত শিক্ষকমন্ডলী এবং কর্মকর্তা , কর্মচারীগণ। ইফতার পার্টি ও দোয়া মাহফিলে আরও উপস্থিত হয়েছেন তমিজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সভাপতি মহোদয়ের অর্ধাঙ্গিনী জনাব আবেদা আক্তার জাহান !