ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজে রসায়ন বিভাগ একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগ। ২০০৯-১০ শিক্ষাবর্ষে অনার্স(সম্মান) কোর্স শুরু হওয়া এ বিভাগে রয়েছে পর্যাপ্ত রাসায়নিক দ্রব্যাদি এবং আধুনিক সকল রাসায়নিক যন্ত্রপাতি। এছাড়াও রয়েছে তিনটি সুসজ্জিত গবেষনাগার। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স কোর্স যুক্ত হবার পর বিভাগ আরো এক ধাপ এগিয়ে যায়। এ বিভাগে কর্মরত রয়েছে চার জন শিক্ষক। প্রদর্শক পদটি এখনো শুণ্য রয়েছে। বিভাগে মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ৬০০ জন। শিক্ষার্থী বান্ধব এ বিভাগের অগ্রযাত্রায় সেমিনারকে আধুনিকায়ন করার সাথে সাথে যোগ হয়েছে পর্যাপ্ত বই এবং তিনটি কম্পিউটার। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে বিভাগে রয়েছে প্রোজেক্টর সম্বলিত দুইটি শ্রেণিকক্ষ। একাডেমিক কার্যক্রমের বাইরেও প্রতি বছর অনার্সের ছাত্র-ছাত্রীদের নিয়ে কারখানা পরিদর্শন এবং শিক্ষা সফর আয়োজন করে থাকে। রসায়ন বিভাগের উত্তরোত্তর উন্নয়নের জন্য কলেজ কর্তৃপক্ষ এবং বিভাগের সকল শিক্ষক বদ্ধ পরিকর।